Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিজ্ঞাপন
বিস্তারিত

বিজ্ঞপ্তি


     এতদ্বারা সমিতির সকল সদস্যগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লী সঞ্চয় ব্যাংক, ফটিকছড়ি শাখায় সঞ্চয় উত্তোলন কিংবা ঋণ বিতরণের ক্ষেত্রে কোন প্রকার উপটোকন/উৎকুচ গ্রহণ করেনা। মাঠ পর্যায়ে সঞ্চয় উত্তোলন কিংবা ঋণ বিতরণের ক্ষেত্রে অফিসের কোন কর্মকর্তা/কর্মচারী কর্তৃক অনৈতিকভাবে টাকা দাবি করলে কিংবা উপটোকন/উৎকুচ চাহিলে বা গ্রহণ করলে সরাসরি ০১৯৩৮৮৭৯৫২৩ নম্বরে শাখা ব্যবস্থাপকে অভিযোগ করুন।



  • নিম্নলিখিত বিষয়ে প্রতিকার না পেলে সরাসরি অভিযোগ দাখিল করুনঃ-



১) নতুন সদস্য ভর্তির ক্ষেত্রে ব্যক্তি সঞ্চয় ব্যতিত অতিরিক্ত টাকা কেহ গ্রহণ করলে।


২) সদস্য পদ প্রত্যাহারের ক্ষেত্রে ব্যক্তি সঞ্চয় ও ব্যাংক ইন্টারেষ্ট সহকারে টাকা ফেরৎ না দিলে

    কিংবা কোন প্রকার টাকা কর্তন করলে।


৩) পাশ বইতে টাকার অংক কম লিখলে এবং ঋণের শেষ কিস্তিতে অতিরিক্ত টাকা গ্রহণ করলে।


৪) নিয়মিত সদস্যের বাড়ি ভিজিট কিংবা নিয়মিত কিস্তির টাকা আদায় না করলে।


৫) ঋণ বা সঞ্চয় ফেরৎ এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫-দিনের অধিক সময়ে হয়রানি করলে।


         উল্লেখিত বিষয়ে এমন কর্মকাণ্ড পরিচালিত হলে তাৎক্ষণিকভাবে উক্ত ইমেইল (psbcompliance@gmail.com) এর মাধ্যমে লিখিত অভিযোগ দাখিল করবেন অথবা ০১৯৩৮৮৭৯৫২৩ নম্বরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হল।

                  

                                                                               আদেশক্রমে,

                                                                                 “কর্তৃপক্ষ”

ছবি
প্রকাশের তারিখ
12/10/2023
আর্কাইভ তারিখ
13/10/2026